প্রতিষ্ঠান পরিচিতি

শহীদ লেঃ জি এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়টি চট্টগ্রাম নগরীর হালিশহরসেনানিবাসের আর্টিলারি সেন্টার এন্ড স্কুল এলাকায় অবস্থিত। ১৯৮৯ সালে পার্বত্য চট্টগ্রামে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি অভিযানে শাহাদাত বরণকারী শহীদ লেঃ জি এম মুশফিকুর রহমার বীর উত্তম এর নামে বিদ্যালয়ের নাম করণ করা হয়েছে। ইউএস আর্মির ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ০২ জন অফিসারসহ ২৪ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার্সকনস্ট্রাকসন ব্যাটালিয়নের ০১ জন অফিসারসহ ৪২ জন সদস্যের  যৌথ প্রচেষ্টায় ১৯৯২ সালে ১৮ এপ্রিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে নির্মিত একটি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে টিনসেড ভবনটি উদ্বোধন করা হয় এবং ১৯ এপ্রিল হতে একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে এর কার্যক্রম‍শুরু হয়। 

সময়ের পরিক্রমায় ১৯৯৭ সালে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়টিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ২০০০ সালে বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয় হিসেবে উন্নীত করা হয়। এ বিদ্যালয়ের নামে ২.০৬ (দুই দশমিক শূন্য ছয় ) একর জমি বরাদ্দ দেয়া হয়। বিদ্যালয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। বিভিন্ন পাবলিক পরীক্ষায় এ বিদ্যালয়ের ফলাফল গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয়।

Scroll to Top